Saturday, 12 September 2015

Features:
S5 ui
s5 messaging
Samsung Dialer
New Notification bar
new type of settings

Pre-rooted
and many more






Download Rom



THE PROCESS OF INSTALLING THIS ROM IS defferent BIT ... so follow my guide CAREFULLY ...

1) Download ROM
2) Put on the external SD card
3) Go to CMW or CTR Recovery
4) Clean data reset / Factory And Wipe partition
5) Do Dalvik Advance Menu Catch Clear
6) Go to mounts and storage then format system / cache / data
7) Select intall SD and Select File and then click Yes
8) After rebooting the entire system
9) Made
10) it will take up to 3 minutes to start the first time
কেনার কিছুদিন পর অ্যান্ড্রয়েড চালিত যেকোনো ডিভাইস একটু স্লো হয়ে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু এরপরও ইচ্ছে করলেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটির হারিয়ে যাওয়া গতি কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারেন। আর তাই গত পর্বের ধারাবাহিকতায় এবার থাকছে অ্যান্ড্রয়েড ডিভাইসকে ফাস্ট করার বাকি ৫ টি উপায়।

ক্যাশ পার্টিশন ডিলিট করে ফেলুন



এই ক্যাশ আর অ্যাপলিকেশনের ক্যাশের মধ্যে রয়েছে বিস্তর তফাৎ। এই ক্যাশ আপনার ফোনের যাবতীয় সব টেম্পোরারি ফাইলগুলো মজুদ করে রাখে যেগুলো অনেকাংশেই পরে আর প্রয়োজন হয় না। এ কারণেই এ পার্টিশনটি ক্লিয়ার করলে আপনার অ্যান্ড্রয়েড চালিত স্মার্ট ডিভাইসটি কিছুটা হলেও আগের থেকে দ্রুত কাজ করবে। আর এই ক্যাশ পার্টিশন ডিলিট করার জন্যে আপনাকে রিকভারি মোড বুট করতে হবে। যদি আপনি না জানেন কিভাবে রিকভারি মোডে বুট করতে হয় তাহলে গুগল করার এখনই আপনার উপযুক্ত সময়। একবার রিকভারি মোডে বুট হয়ে গেলে, ভলিউম কি উপরে নিচে চেপে অপশনগুলো থেকে wipe cache partition অপশনটি বেছে নিয়ে ডিলিট করে দিন আপনার অব্যবহৃত ক্যাশ পার্টিশনটিকে।

থার্ড পার্টি কোন লঞ্চার ব্যবহার করে দেখুন


কিছু কিছু ব্র্যান্ড তাদের ডিভাইসগুলোকে এমনভাবে তৈরি করে যা কিনা আপনার ডিভাইসের র‍্যামের বেশ কিছু অংশ দখল করে রাখে ফলশ্রুতিতে কিছুটা স্লো হয়ে যায় আপনার ডিভাইসটি। এমতাবস্থায় আপনি যদি চান তাহলে আপনার ডিভাইসের 'লুক & ফিল' পরিবর্তন করে দেখতে পারেন। কিছু থার্ড পার্টি অ্যাপ লঞ্চার আছে যাদের মাধ্যমে আপনার ডিভাইসে আগের থেকে কিছুটা দ্রুত নেভিগেট করতে পারবেন। এদের মধ্যে Nova Launcher, Go Launcher EX, Apex Launcher বেশ দ্রুত কাজ করে।

ফ্যাক্টরি রিসেট দিয়ে দেখুন


অনেক দিন ব্যবহারের পরে ডিভাইসটিকে মাঝে মাঝে রিসেট দেওয়ার প্রয়োজন পড়ে। কারণ হচ্ছে অনেক সময় যথেষ্ট নিরাপত্তা দেওয়ার পরও ডিভাইসে অনেক ম্যালওয়্যার অথবা জাঙ্ক ফাইল থেকে যায়। আর তাই ফ্যাক্টরি রিসেট দিলে অনেকাংশেই সেগুলো থেকে মুক্তি পাওয়া যায়। ফ্যাক্টরি রিসেট দেয়ার জন্যে আপনাকে Settings > Backup & reset > Factory data reset এ প্রেস করতে হবে।

ওভার-ক্লক করে ফেলুন


বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ম্যানুফ্যাকচারার তাদের ডিভাইসে ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধির জন্যে প্রসেসরের স্পীড লিমিট করে রাখে। যে কারণে প্রসেসর ফুল স্পীডে কাজ করতে পারে না। এখন ইচ্ছে করলেই আপনি আপনার ডিভাইসকে ওভার-ক্লক করে নিতে পারেন তবে অবশ্যই আপনার ডিভাইসটির রুট এক্সেস থাকতে হবে। ডিভাইসটি যদি রুট করা থাকে তাহলে খুব সহজেই SetCPU অথবা Android Overclock অ্যাপ ব্যবহার করে ওভার ক্লক করে নিতে পারেন। আর কাজটা অবশ্যই খুব সতর্কতার সাথে করা জরুরি।

অন্য কোন কাস্টম রম ব্যবহার করে দেখুন



অ্যান্ড্রয়েড ডিভাইসের পারফর্মেন্স বাড়ানোর অন্যতম একটি (অ্যাডভান্স) উপায় হল ডিভাইসের স্টক রম পালটে ফেলা। এক্ষেত্রে শুধু রুট করলেই স্বয়ংক্রিয় ভাবে ডিভাইসের গতি বেড়ে যাবে না কিন্তু রম পরিবর্তন করলে ডিভাইসটি ফাস্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তাই আপনার ডিভাইসের জন্যে উপযুক্ত ভাল কোন কাস্টম রম খুঁজে বের করুন। এ অবস্থায় আপনাকে একটু পড়াশোনা করে নিতে হতে পারে। অনেক ডিভাইসের ক্ষেত্রে তাদের স্টক রম গুলোর আপডেট বন্ধ হয়ে যায় আর এ কারণে ডিভাইসগুলোও আর নতুন আপডেট পায় না। মূলত একারণেই কাস্টম রমের দরকার পড়ে। আপনি যদি আপনার স্টক রম পরিবর্তন করতে চান তাহলে আমার পরামর্শ থাকবে প্রথমেই আপনি একটু ভালো করে রিসার্চ করে নিন।
আপনার এন্ড্রয়েড ফোনে কিভাবে টাচ কিপ্যাড বা নেভিগেশন বার এড করবেন/??

সেই বিষয়েই আমি আজ টিউন করব,,

অনেকদিন ধরেই ভাবছিলাম টিউন করব।কিন্তু কি নিয়ে টিউন করব ভেবে পাচ্ছিলাম না।
আজ পেয়ে গেলাম।প্রথমেই নেভিগেশন বার সম্পর্কে কিছু বলে নেই;
নেভিগেশন বার হছে আপনার ফোনের টাচ কিপ্যাড,যা অনেক দামি ফোনে থাকে।দামি ফোনে থাকে তো কি হয়েছে,,,,আমার চাইনা কমদামী ফোনে হইছে আপনার ফোনেও হবে।তো আর কিছু না ভেবে কাজে নেমে পরুন,,,,

♦যা লাগবে

১.একটি রুটেড এন্ড্রয়েড ফোন

২.যেকোন রুট এক্সপ্লোরার

এইবার মূল কাজ শুরু করে দিন

ধাপ ১:রুট এক্সপ্লোরার দিয়ে আপনার ডিভাইস এর /system/ ফোল্ডারে যান

ধাপ ২:ওখানে build.prop নামের একটি ফাইল দেখতে পাবেন,,,,,,,,ওইটা যেকোনো Text Editor দিয়ে ওপেন করুন

ধাপ ৩:তারপর সবার নিচে লিখুন qemu.hw.mainkeys=0

ধাপ ৪:সেভ করে বেরিয়ে আসুন

ধাপ ৫: ফোন রিস্টার্ট দিন

আর তারপর মজা লুটুন টাচ কিপ্যাড বা নেভিগেশন বার এর

আর ভাল লাগলে টিউনমেন্ট করতে ভুলবেন না

Tuesday, 8 September 2015

আমাদের মধ্যে মোবাইল ব্যাংকিং ব্যবহার করেনা

এমন মানুষের সংখ্যা খুব ই কম। আবার সবার হাতেই

রয়েছে স্মার্টফোন। তাহলে কেন আমরা স্মার্ট

ফোন এপস্ দিয়ে মোবাইল ব্যাংকিং ব্যবহার

করবোনা !!



অনেক সময় এমন হয় মোবাইল এ একসাথে

অনেক গুলো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে।

কোনটার কোড কত মনে থাকেনা। এই ধরনের

যে কোন প্রকার ঝামেলা এড়াতে এই

এপ্লিকেশনটি আপনাকে সাহায্য

করবে। আমার নিজের কাছেও এই App টি সুপার লাগছে। আশা করি আপনার অ কাজে লাগবে

যেহেতু এপটিতে মোবাইল ব্যাংকিং গুলোর নিজস্ব

নেটওয়ার্কই ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে

সিকিউরিটি নিয়ে আপনাকে একদম টেনশন করতে

হবেনা।

এই এপ্লিকেশনটি খুব সহজেই ব্যবহার করা যাবে।

এছাড়াও আর একটি বড় সুবিধা হল এপ্লিকেশনটির সাইজ

খুব ই ছোট।
এবার নিচ থেকে App টি নামিয়ে নিন

Download

এই এপটিতে বাংলাদেশের জনপ্রিয় সবগুলো

মোবাইল বাংকিং ই সাপোর্ট করে।

এপ্লিকেশনটি যে সব মোবাইল ব্যাংকিং সাপোর্ট

করে সেগুলো হলঃ

- Bkash (BRAC Bank Limited)

- DBBL Mobile Banking (Dutch-Bangla Bank

Limited)

- UCash (United Community Bank)

- MCash (Islami Bank Bangladesh Limited)

- MY Cash (Mercantile Bank Limited)

- IFIC (IFIC Bank Limited)

- Airtel Money(Airtel)
আমি বেশিরভাগ সময় এন্ড্রয়েড এপ নিয়ে টিউন করি। বেশ কিছুদিন হয় আমাকে কয়েকজন অনুরোধ করছে যে এন্ড্রয়েড মোবাইলে বাংলা লেখার জন্য বাংলা কিবোর্ড দরকার। আমি কয়েকটা কিবোর্ড দিয়ে লিখলাম। অবশেষে বর্নালি বাংলা কিবোর্ড আমার কাছে ভালো লাগল। আর তাই কয়েকদিন ব্যবহার করার পর আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এটার ভারসন এন্ড্রয়েড ৩.০ বা তার উপরে যে মোবাইল গুলা সেগুলোতে চলবে। আপনাদের প্রয়োজন হলে ডাউনলোড করতে পারেন।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন  download



ইংরেজি শিক্ষা আমরা যত কঠিন মনে করি ততটা কঠিন নয়। শুধু কতগুলি নিয়ম জেনে ফেলে সহজ ও সফল কিছু পদ্ধতি অনুসারে চেষ্টা চালিয়ে গেলে ২ মাস কেন ২ সপ্তাহেও সফল হওয়া যায়। ২ সপ্তাহ শুনে অবাক লাগছে? চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু নেই। শুধু দরকার নিয়মমাফিক অনুসারে চলা। তার জন্য আমাদের “৩০ দিনে ইংরেজী শিখুন” অ্যাপ আপনার সাথে সাথে সবসময় আছে। এই অ্যাপটি আমরা এমন ভাবে সাজিয়েছি যাতে ৩০ দিনে ইংরেজি ভাষা শেখা যায়। আমাদের অ্যাপে যে সব বিষয় হাইলাইট করা হয়েছে তা নিম্নরূপঃ

- Alphabet (অ্যালফাবেট) বর্ণমালা
- সংক্ষিপ্ত শব্দ (Shortened words)
- Conversation (কথোপকথন)
- বাক্য (Sentence)
- Tense (ক্রিয়ার কাল)
- Question (প্রশ্ন করার নিয়ম)
- Can ও May দ্বারা সহজ Sentence গঠন
- Proverb, Idioms and phrases (প্রবাদ ও বাগধারা)
- Vocabulary - প্রয়োজনীয় ইংরেজি শব্দ
- দৈনন্দিন ব্যবহৃত কিছু বাক্য শেখা
- এপটির সাইজ মাত্র ২.৭ এমবি
- ব্যবহারকারীদের রিভিউ অনেক ভালো
- সর্বশেষ আপডেটটি দেয়া আছে।
বাঙ্গালীর খাবার  তালিকাতে ভর্তা একটি অন্যরকম নাম  ।  ভর্তা দিয়ে খেতে কে না ভালোবাসে  আর এই ব্যাপার টাকে মাথায় রেখে  তৈরি করা হয়েছে সব থেকে সেরা এবং মজাদার অনেক গুলো ভর্তার  রেসিপি নিয়ে একটি স্মার্ট ফোন অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনই  অতি সহজেই শিখে নিতে পারবেন মজাদার ভর্তার রেসিপি  সমূহ।

ভর্তার রেসিপি সমূহ অতি সুন্দর ভাবে ক্যাটাগোরি তে ভাগ করা হয়েছে  ।এছাড়া এই অ্যাপ্লিকেশন টিতে রয়েছে অনালাইন রেসিপি যাতে থেকে আপনই জানতে পারবেন  এক হাজার এর ও বেশী রেসিপি  । অ্যাপ্লিকেশন টি ম্যাটারিয়াল ডিজাইন   এর ভিত্তিতে করা হয়েছে  । যাতে করে  এক জন ব্যবহারকারী সব ধরনের সুবিধা  পায়

এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়ে পারেন এই  Download

সকল ধরনের রেসিপি নিয়ে আরো  একটি  অ্যা প্লিকেশন আছে, অ্যা প্লিকেশন টির প্লে ষ্টোর ডাউনলোড  Download

Saturday, 28 March 2015

বর্তমান সময়ে অনেকেই  Android Mobile ব্যবহার করছেন । কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে Android Mobile Flash দিতে হয়।
অনেকে হয়তো বলবে ফ্লাশ শেখার কি দরকার ? আমি বলবো আছে। আমরা অনেক সময় ভুল বশত Deafult apps
যেমন ক্যামেরা ,প্লে স্টোর ,গ্যালারী , ডিলিট করে ফেলি। কিন্তু এগুলো ছাড়া Android মোবাইল এর মজা টাই যেন ফিকে হয়ে যায় । অনেকে আবার অন্য অ্যাপস দিয়ে চেষ্টা করেন। কিন্তু তাতে কোন কাজ হয় না । তখন নতুন করে Systeme install/ফ্লাশ করতে হয়। তো চলুন শিখে নেই কিভাবে ফ্লাশ করতে হয়।
যা যা লাগবেঃ
১) কম্পিউটার
২)আপনার মোবাইল এর অফিসিয়াল ফ্লাশ ফাইল
৩)USB Cable
৪)Adb driver
৫)Mobile (with 40% battery charge )
প্রথমেই    Adb driver ইন্সটল করুন । না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।
এবার ইন্টারনেট থেকে  আপনার মোবাইল এর অফিসিয়াল ফ্লাশ ফাইল নামিয়ে নিন ।ফ্লাশ ফাইল (Zip) করা থাকলে তাকে Unzip করুন ।টুলস নামের ফোল্ডার থেকে SP Flash tools ওপেন করুন।
 ছবিতে  scatter -loading এ ক্লিক করে , ব্রাউজ করে যেখানে ফ্লাশ ফাইল আছে সেখানে যান। সেখান থেকে scatter txt file সিলেক্ট করুন।
 ডাউনলোড বাটনে ক্লিক করুন ।
এবার আপনার মোবাইল USB DEBUGING MODE ON করুন। না পারলে এখান থেকে জেনে নিন ।
আপনার মোবাইল সুইচ অফ করুন। ব্যাটারি খুলে ফেলুন।তারপর USB cable লাগিয়ে  VOL +/VOL- key চাপুন
 মোবাইল টি কানেক্ট হলে নীচের ছবির মতো একটা লাইন আসবে ।
মন্তব্যঃ লাইন টা যদি সম্পূর্ণ হতে একটু সময় নেয়। তাহলে বুঝবেন সব কিছু ঠিক আছে।
আর যদি দেয়ার সাথে সাথে পূর্ণ হয়ে যায় তাহলে ফ্লাশ টি হইনি ।
উপরের ছবির মতো আসলে বুঝবেন আপনার Flash হয়েছে।
মনে রাখবেনঃসঠিক ফ্লাশ ফাইল নির্বাচন না করলে আপনার মোবাইল সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যাবে।

Thursday, 26 March 2015

আমরা অ্যান্ডরয়েড মোবাইল গুলোকে  স্টাইলিশ লুক দিতে বিভিন্ন Launcher ব্যবহার করে থাকি ।কিন্তু আজ আমি আপনাদের আইকন প্যাক সম্পর্কে বলবো । যা আপনার Android mobile কে   আরও আকর্ষণীয় করে তুলবে।
তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ।

Devo – Icon Pack  

আপনার ফোনের আইকন গুলোকে নতুন লুক দিতে এই প্যাক টি ব্যবহার করতে পারেন ।
এর সাথে ওয়াল পেপার প্যাক ও রয়েছে ।
 ডাউনলোড

Black and Cyan – Icon Pack



আইকন প্যাক টি দেখতে অসাধারণ কালো আর সায়ান কালারের মিশ্রণে প্যাক টি দেখতে খুব ই ভালো লাগে।
ডাউনলোড

GEL – Icon Pack


এটার আইকন দেখতে অনেক টা কিটক্যাট ভিউ র মতো এটা ও আমার পছন্দের মধ্যে একটি।  আশা করি আপনার ও 
ভালো লাগবে।

ডাউনলোড

Blackout Icon Pack

কালো রঙের স্টাইলিশ মোবাইল কে আর ও একটু ভিন্ন রুপ দিতে এটি ব্যবহার করতে পারেন

ডাউনলোড

Sticker icon pack


উপরের আইকন প্যাক গুলো Launcher ছাড়া কাজ করবে না তাই আপনাকে অবশ্যই Launcher ব্যবহার করতে হবে।
যে Launcher pack গুলো দিলাম  এগুলো কি সব লান্চারে সাপোর্ট করবে ?
না, সব লান্চারে সাপোর্ট করবে না। তবে কিছু কমন লান্চার আছে যেগুলোতে সাপর্ট করবে নিচে এদের কিছু লিংক দেয়া হলো
Nova / prime
Apex /pro
Adw
, , Solo, Lucid, Inspire, Nine, ADW, Holo, GO, Next, Atom, KKTSFHolo Nova, Apex, Action, Smart, Aviate যে নাম গুলো বললাম আশা করি এ 
 গুলোতে আইকন প্যাক গুলো সাপোর্ট করবে তবে আমি সাজেস্ট করবো ADW EX Launcher ব্যবহার করার জন্য, এই লান্চারটিতে প্রায় সব আইকন প্যাক সাপোর্ট করবেে

আজ আমি আপনাদের অ্যান্ডরয়েড মোবাইল এ কি করে ডাটা রিকভারি করতে হয় তা দেখাবো
ইন্টারনেট এ অনেক ধরনের ডাটা রিকভারি সফটওয়্যার আছে তবে আমি এখানে 7 Data Recovery Software এর টিউটোরিয়াল দিয়েছি ।প্রথমে এখান থেকে software টি ডাউনলোড  করে নিন।Software টি ইন্সটল করুন ।
এবার আপনার PC তে ADB Usb Driver ইন্সটল করে নিন। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন
ADB Driver কিভাবে ইন্সটল করবেন তা zip ফাইলে দেয়া আছে ।
Software  ইন্সটল করা হয়ে গেলে এবার Software টি রান করুন ।



 তারপর আপনার অ্যান্ডরয়েড মোবাইল এর
SETTINGSমেনু থেকে DEVELOPER  OPTION গিয়ে সেখান থেকে USB Debugging অপশন টা ON করে দিন । এবার আপনার মোবাইল টি PC তে ক্যাবল দ্বারা কানেক্ট করুণ।

অনেক অ্যান্ডরয়েড মোবাইল এ Developer option টি লুকান থাকে সে ক্ষেত্রে আপনাকে Settings মেনু তে গিয়ে
About Phone এ গিয়ে Build option এ কয়েকবার চাপ দেবার পর একটা message আসবে।You are under develop mode.


অ্যান্ডরয়েড মোবাইল PC এর সাথে কানেক্ট হবার পর Start Button এ ক্লিক করে Data অনুশন্ধান শুরু করুণ ।

নতুন ভার্সন সফটওয়্যার গুলতে আপনি কোন ধরনের ডাটা রিকভার করতে চান ।সেটা পছন্দ করতে পারবেন।

আপনাকে যে কোন এক ধরনের স্ক্যনিং পদ্ধতি নির্বাচন করতে হবে।
স্কানিং মোড সিলেক্ট করার পর Next বাটন এ চাপ দিলে একটা ম্যাসেজ আসবে সেখান থেকে Allow বাটনে টিক দিতে হবে।
Allow তে ক্লিক করার পর স্টার্ট বাটনে ক্লিক করলে  ডাটা রিকভারি শুরু হবে

রিকভার করা ডাটা গুলো বিভিন্ন টাইপ এর ফাইল এ থাকবে ।আপনি যে গুলো রিকভার করতে চান তাতে টিক
চিহ্ন দিন।
 টিক দেয়া হয়ে গেলে রিকভার বাটনে চাপ দিন । তার পর আপনার ফাইল গুলো রিকভার হওয়া শুরু হবে।
ডিফল্ট আউট পুট ফোল্ডার এ ফাইল গুলো রিকভার হবে।

পোস্ট টি পরে ভালো লাগলে জানাবেন।আপনাদের অনুপ্রেরণা পেলে আরও ভালো পোস্ট দিতে পারবো
দয়া করে এড এ ক্লিক করুণ।