Tuesday, 8 September 2015

আমি বেশিরভাগ সময় এন্ড্রয়েড এপ নিয়ে টিউন করি। বেশ কিছুদিন হয় আমাকে কয়েকজন অনুরোধ করছে যে এন্ড্রয়েড মোবাইলে বাংলা লেখার জন্য বাংলা কিবোর্ড দরকার। আমি কয়েকটা কিবোর্ড দিয়ে লিখলাম। অবশেষে বর্নালি বাংলা কিবোর্ড আমার কাছে ভালো লাগল। আর তাই কয়েকদিন ব্যবহার করার পর আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এটার ভারসন এন্ড্রয়েড ৩.০ বা তার উপরে যে মোবাইল গুলা সেগুলোতে চলবে। আপনাদের প্রয়োজন হলে ডাউনলোড করতে পারেন।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন  download



0 comments :

Post a Comment