চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনার ফোন Reset করবেন।
১)প্রথমে আপনার ফোন টি পাওয়ার অফ করুন
২) ব্যাটারি টা খুলে আবার লাগান
৩)এবার মোবাইল এর ভলিউম + কী এবং পাওয়ার সুইচ এক সাথে চেপে ধরুন (কিছু কিছু ফোন ভলিউম - কী এবং পাওয়ার সুইচ )
৪)আপনার মোবাইল টি Recovery mode a on হবে ।
৫)এবার ভলিউম - কী দিয়ে নীচে গিয়ে Wipe data reset এ গিয়ে পাওয়ার সুইচ দিয়ে সিলেক্ট করুন (কিছু কিছু ফোনে ভলিউম + কী দিয়ে সিলেক্ট করতে হয়)
৬)নতুন একটি মেনু লিস্ট আসবে সেখান থেকে Yes to all এ জাতীয় কিছু লেখা থাকবে সেটা সিলেক্ট করে দিন।
৭)এবার অপেক্ষা করুন শেষ হলে Reboot system now তে ক্লিক করুন ।
৮) এবার ফোন টি রিস্টার্ট নিবে একটু সময় নিবে চালু হলেই দেখবেন আপনার লক টা রিমুভ হয়ে গেছে ।
0 comments :
Post a Comment