Tuesday, 8 September 2015

আমাদের মধ্যে মোবাইল ব্যাংকিং ব্যবহার করেনা

এমন মানুষের সংখ্যা খুব ই কম। আবার সবার হাতেই

রয়েছে স্মার্টফোন। তাহলে কেন আমরা স্মার্ট

ফোন এপস্ দিয়ে মোবাইল ব্যাংকিং ব্যবহার

করবোনা !!



অনেক সময় এমন হয় মোবাইল এ একসাথে

অনেক গুলো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে।

কোনটার কোড কত মনে থাকেনা। এই ধরনের

যে কোন প্রকার ঝামেলা এড়াতে এই

এপ্লিকেশনটি আপনাকে সাহায্য

করবে। আমার নিজের কাছেও এই App টি সুপার লাগছে। আশা করি আপনার অ কাজে লাগবে

যেহেতু এপটিতে মোবাইল ব্যাংকিং গুলোর নিজস্ব

নেটওয়ার্কই ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে

সিকিউরিটি নিয়ে আপনাকে একদম টেনশন করতে

হবেনা।

এই এপ্লিকেশনটি খুব সহজেই ব্যবহার করা যাবে।

এছাড়াও আর একটি বড় সুবিধা হল এপ্লিকেশনটির সাইজ

খুব ই ছোট।
এবার নিচ থেকে App টি নামিয়ে নিন

Download

এই এপটিতে বাংলাদেশের জনপ্রিয় সবগুলো

মোবাইল বাংকিং ই সাপোর্ট করে।

এপ্লিকেশনটি যে সব মোবাইল ব্যাংকিং সাপোর্ট

করে সেগুলো হলঃ

- Bkash (BRAC Bank Limited)

- DBBL Mobile Banking (Dutch-Bangla Bank

Limited)

- UCash (United Community Bank)

- MCash (Islami Bank Bangladesh Limited)

- MY Cash (Mercantile Bank Limited)

- IFIC (IFIC Bank Limited)

- Airtel Money(Airtel)

0 comments :

Post a Comment