Saturday, 28 March 2015

বর্তমান সময়ে অনেকেই  Android Mobile ব্যবহার করছেন । কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে Android Mobile Flash দিতে হয়।
অনেকে হয়তো বলবে ফ্লাশ শেখার কি দরকার ? আমি বলবো আছে। আমরা অনেক সময় ভুল বশত Deafult apps
যেমন ক্যামেরা ,প্লে স্টোর ,গ্যালারী , ডিলিট করে ফেলি। কিন্তু এগুলো ছাড়া Android মোবাইল এর মজা টাই যেন ফিকে হয়ে যায় । অনেকে আবার অন্য অ্যাপস দিয়ে চেষ্টা করেন। কিন্তু তাতে কোন কাজ হয় না । তখন নতুন করে Systeme install/ফ্লাশ করতে হয়। তো চলুন শিখে নেই কিভাবে ফ্লাশ করতে হয়।
যা যা লাগবেঃ
১) কম্পিউটার
২)আপনার মোবাইল এর অফিসিয়াল ফ্লাশ ফাইল
৩)USB Cable
৪)Adb driver
৫)Mobile (with 40% battery charge )
প্রথমেই    Adb driver ইন্সটল করুন । না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।
এবার ইন্টারনেট থেকে  আপনার মোবাইল এর অফিসিয়াল ফ্লাশ ফাইল নামিয়ে নিন ।ফ্লাশ ফাইল (Zip) করা থাকলে তাকে Unzip করুন ।টুলস নামের ফোল্ডার থেকে SP Flash tools ওপেন করুন।
 ছবিতে  scatter -loading এ ক্লিক করে , ব্রাউজ করে যেখানে ফ্লাশ ফাইল আছে সেখানে যান। সেখান থেকে scatter txt file সিলেক্ট করুন।
 ডাউনলোড বাটনে ক্লিক করুন ।
এবার আপনার মোবাইল USB DEBUGING MODE ON করুন। না পারলে এখান থেকে জেনে নিন ।
আপনার মোবাইল সুইচ অফ করুন। ব্যাটারি খুলে ফেলুন।তারপর USB cable লাগিয়ে  VOL +/VOL- key চাপুন
 মোবাইল টি কানেক্ট হলে নীচের ছবির মতো একটা লাইন আসবে ।
মন্তব্যঃ লাইন টা যদি সম্পূর্ণ হতে একটু সময় নেয়। তাহলে বুঝবেন সব কিছু ঠিক আছে।
আর যদি দেয়ার সাথে সাথে পূর্ণ হয়ে যায় তাহলে ফ্লাশ টি হইনি ।
উপরের ছবির মতো আসলে বুঝবেন আপনার Flash হয়েছে।
মনে রাখবেনঃসঠিক ফ্লাশ ফাইল নির্বাচন না করলে আপনার মোবাইল সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যাবে।

Thursday, 26 March 2015

আমরা অ্যান্ডরয়েড মোবাইল গুলোকে  স্টাইলিশ লুক দিতে বিভিন্ন Launcher ব্যবহার করে থাকি ।কিন্তু আজ আমি আপনাদের আইকন প্যাক সম্পর্কে বলবো । যা আপনার Android mobile কে   আরও আকর্ষণীয় করে তুলবে।
তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ।

Devo – Icon Pack  

আপনার ফোনের আইকন গুলোকে নতুন লুক দিতে এই প্যাক টি ব্যবহার করতে পারেন ।
এর সাথে ওয়াল পেপার প্যাক ও রয়েছে ।
 ডাউনলোড

Black and Cyan – Icon Pack



আইকন প্যাক টি দেখতে অসাধারণ কালো আর সায়ান কালারের মিশ্রণে প্যাক টি দেখতে খুব ই ভালো লাগে।
ডাউনলোড

GEL – Icon Pack


এটার আইকন দেখতে অনেক টা কিটক্যাট ভিউ র মতো এটা ও আমার পছন্দের মধ্যে একটি।  আশা করি আপনার ও 
ভালো লাগবে।

ডাউনলোড

Blackout Icon Pack

কালো রঙের স্টাইলিশ মোবাইল কে আর ও একটু ভিন্ন রুপ দিতে এটি ব্যবহার করতে পারেন

ডাউনলোড

Sticker icon pack


উপরের আইকন প্যাক গুলো Launcher ছাড়া কাজ করবে না তাই আপনাকে অবশ্যই Launcher ব্যবহার করতে হবে।
যে Launcher pack গুলো দিলাম  এগুলো কি সব লান্চারে সাপোর্ট করবে ?
না, সব লান্চারে সাপোর্ট করবে না। তবে কিছু কমন লান্চার আছে যেগুলোতে সাপর্ট করবে নিচে এদের কিছু লিংক দেয়া হলো
Nova / prime
Apex /pro
Adw
, , Solo, Lucid, Inspire, Nine, ADW, Holo, GO, Next, Atom, KKTSFHolo Nova, Apex, Action, Smart, Aviate যে নাম গুলো বললাম আশা করি এ 
 গুলোতে আইকন প্যাক গুলো সাপোর্ট করবে তবে আমি সাজেস্ট করবো ADW EX Launcher ব্যবহার করার জন্য, এই লান্চারটিতে প্রায় সব আইকন প্যাক সাপোর্ট করবেে

আজ আমি আপনাদের অ্যান্ডরয়েড মোবাইল এ কি করে ডাটা রিকভারি করতে হয় তা দেখাবো
ইন্টারনেট এ অনেক ধরনের ডাটা রিকভারি সফটওয়্যার আছে তবে আমি এখানে 7 Data Recovery Software এর টিউটোরিয়াল দিয়েছি ।প্রথমে এখান থেকে software টি ডাউনলোড  করে নিন।Software টি ইন্সটল করুন ।
এবার আপনার PC তে ADB Usb Driver ইন্সটল করে নিন। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন
ADB Driver কিভাবে ইন্সটল করবেন তা zip ফাইলে দেয়া আছে ।
Software  ইন্সটল করা হয়ে গেলে এবার Software টি রান করুন ।



 তারপর আপনার অ্যান্ডরয়েড মোবাইল এর
SETTINGSমেনু থেকে DEVELOPER  OPTION গিয়ে সেখান থেকে USB Debugging অপশন টা ON করে দিন । এবার আপনার মোবাইল টি PC তে ক্যাবল দ্বারা কানেক্ট করুণ।

অনেক অ্যান্ডরয়েড মোবাইল এ Developer option টি লুকান থাকে সে ক্ষেত্রে আপনাকে Settings মেনু তে গিয়ে
About Phone এ গিয়ে Build option এ কয়েকবার চাপ দেবার পর একটা message আসবে।You are under develop mode.


অ্যান্ডরয়েড মোবাইল PC এর সাথে কানেক্ট হবার পর Start Button এ ক্লিক করে Data অনুশন্ধান শুরু করুণ ।

নতুন ভার্সন সফটওয়্যার গুলতে আপনি কোন ধরনের ডাটা রিকভার করতে চান ।সেটা পছন্দ করতে পারবেন।

আপনাকে যে কোন এক ধরনের স্ক্যনিং পদ্ধতি নির্বাচন করতে হবে।
স্কানিং মোড সিলেক্ট করার পর Next বাটন এ চাপ দিলে একটা ম্যাসেজ আসবে সেখান থেকে Allow বাটনে টিক দিতে হবে।
Allow তে ক্লিক করার পর স্টার্ট বাটনে ক্লিক করলে  ডাটা রিকভারি শুরু হবে

রিকভার করা ডাটা গুলো বিভিন্ন টাইপ এর ফাইল এ থাকবে ।আপনি যে গুলো রিকভার করতে চান তাতে টিক
চিহ্ন দিন।
 টিক দেয়া হয়ে গেলে রিকভার বাটনে চাপ দিন । তার পর আপনার ফাইল গুলো রিকভার হওয়া শুরু হবে।
ডিফল্ট আউট পুট ফোল্ডার এ ফাইল গুলো রিকভার হবে।

পোস্ট টি পরে ভালো লাগলে জানাবেন।আপনাদের অনুপ্রেরণা পেলে আরও ভালো পোস্ট দিতে পারবো
দয়া করে এড এ ক্লিক করুণ।