Friday, 15 January 2016


স্মার্ট ফোন যারা ইউজ করেন তারা এই লক তার সাথে খুব পরিচিত । আমরা অনেকেই এই লক তা ব্যবহার করে থাকি। কিন্তু এর একটা সমস্যা হলো কেউ যদি ১৫ বারের বেশী এটাকে ভুল প্যাটার্ন করে তাহলে ফোন টি লক হয়ে যায় তখন সেটি কে Hard reset  বা  Restore দিতে হয় কিন্তু অনেকেই Sittings এ না গিয়ে সেটা করতে পারেন না ।
চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনার ফোন Reset করবেন।
১)প্রথমে আপনার ফোন টি পাওয়ার অফ করুন
২) ব্যাটারি টা খুলে আবার লাগান
৩)এবার মোবাইল এর ভলিউম + কী এবং পাওয়ার সুইচ এক সাথে চেপে ধরুন (কিছু কিছু ফোন ভলিউম - কী এবং পাওয়ার সুইচ )
৪)আপনার মোবাইল টি Recovery mode a on হবে ।
৫)এবার ভলিউম - কী দিয়ে নীচে গিয়ে Wipe data reset এ গিয়ে পাওয়ার সুইচ দিয়ে সিলেক্ট করুন (কিছু কিছু ফোনে ভলিউম + কী দিয়ে সিলেক্ট করতে হয়)
৬)নতুন একটি মেনু লিস্ট আসবে সেখান থেকে Yes to all এ জাতীয় কিছু লেখা থাকবে সেটা সিলেক্ট করে দিন।
৭)এবার অপেক্ষা করুন শেষ হলে Reboot system now তে  ক্লিক করুন ।
৮) এবার ফোন টি রিস্টার্ট নিবে একটু সময় নিবে চালু হলেই দেখবেন আপনার লক টা রিমুভ হয়ে গেছে ।